ঢাকা      বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
শিরোনাম

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত কালামের দাফন সম্পন্ন

IMG
27 October 2025, 2:10 PM

শরীয়তপুর, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালামের মরদেহ গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় পৌঁছানোর পর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার মোক্তারের চর পূর্ব পোড়াগাছা দাখিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে, রোববার রাত ১০ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলির নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ জামে মসজিদে আবুল কালামের প্রথম জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রাত একটার দিকে নারায়ণগঞ্জ থেকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া হয়।

রোববার নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারটির এমন আকস্মিক দুর্ঘটনায় স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন