মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোটসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর শহর শাখা। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শহর জামায়াতের সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও নাটোর-২ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সদর উপজেলা আমীর অধ্যাপক মীর নূরুন নবী।
বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদসহ পাঁচ দফা বাস্তবায়ন দেশের আপামর জনগণের ন্যায্য দাবি। আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে।”
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com