ঢাকা      মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২
শিরোনাম

গণভোটের দাবিকে দ্রুত বাস্তবায়ন করতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান

IMG
28 October 2025, 7:43 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: যারা গণভোটকে ভয় পায়, তারা গণতন্ত্র মানে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, গণভোটের দাবিকে দ্রুত বাস্তবায়ন করতে হবে। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবে মানুষ হত্যার বিচার দাবিতে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মানুষের ভোটের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আসন্ন নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে, তাহলে সেখানে টাকা আর গুণ্ডামির কোনো জায়গা হবে না।’

এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনার লগি-বৈঠার ডাক ছিল অবৈধ ও অগণতান্ত্রিক। ঘোষণা দিয়ে মানুষ হত্যা করেছিল সেদিন। এই মামলাকে পুনরুজ্জীবিত করতে হবে, অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।’

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘মানুষ তার নিজের ভোট দেয়ার অধিকার ফিরে পাক, ভোটের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। জুলাই সনদকে সাংবিধানিক ও রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে স্বীকৃতি দিতে হবে। এর বিরোধিতা করলে গণভোট দিতে হবে।’

ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

এ সময় মোবারক হোসাইন বলেন, ২৮ অক্টোবরের নারকীয় হত্যাকাণ্ড ছিলো দেশ ও জাতিস্বত্তাবিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ। এ হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছিলো। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এ নারকীয় হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হতে হবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন