স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ। আজ চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১৪ রানে হারায় ক্যারিবীয়রা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৪৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ৮ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি টাইগাররা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় সফরকারীরা। তানজিদ হাসান তামিমে ৪৮ বলে ৬১ রান করেন।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com