ঢাকা      শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
শিরোনাম

তেলেঙ্গানা সরকারের মন্ত্রিসভায় আজহারউদ্দিন

IMG
31 October 2025, 4:41 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তেলেঙ্গানার মন্ত্রী হিসাবে শপথ নিলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও সিনিয়র কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিন। আজ শুক্রবার সকালে রাজভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা। এর জেরে তেলেঙ্গানা মন্ত্রিসভায় জায়গা করে নিলেন প্রথম মুসলিম প্রতিনিধি। বিরোধীরা অবশ্য বলছে, কংগ্রেস সরকারের এই পদক্ষেপ ভোটের দিকে লক্ষ্য রেখে। প্রসঙ্গত, ১১ নভেম্বর জুবিলি হিলস কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। যেখানে ৩০ শতাংশ মুসলিম ভোটার রয়েছে।

এই সময় আজহারউদ্দিনের মন্ত্রিসভায় যোগদানের বিরোধিতা করে, মুখ্য নির্বাচনী কর্মকর্তাকে চিঠি লিখেছে বিজেপি। তারা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে। বিজেপির মুখপাত্ররা যুক্তি দিয়েছেন যে, একজন মন্ত্রীকে বিশেষ করে যিনি সম্প্রতি একই আসন থেকে টিকিট চেয়েছিলেন, তাকে অন্তর্ভুক্ত করা ভোটারদের প্রভাবিত করার জন্য সরকারি ক্ষমতার অপব্যবহারের শামিল। যদিও ক্ষমতাসীন কংগ্রেস এই পদক্ষেপকে সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের পরিপূর্ণতা হিসেবে উল্লেখ করেছে।

আজহারউদ্দিন এখনও বিধানসভা বা পরিষদের সদস্য নন—যা প্রতিমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয়। তিনি ইতিমধ্যে রাজ্যপালের কোটায় আইন পরিষদে মনোনীত হয়েছেন, কিন্তু রাজ্যপাল এখনও প্রস্তাবে স্বাক্ষর করেননি। মন্ত্রী পদ ধরে রাখতে আগামী ছয় মাসের মধ্যে তাকে এমএলসি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক এবং কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিনকে তেলেঙ্গানা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। গত সেপ্টেম্বর মাসেই এই আলোচনা জোরালো হয়, কারণ রাজ্যপালের কোটার অধীনে তাকে বিধান পরিষদ (এমএলসি)-এর জন্য মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তটি অনেকের কাছে বেশ আশ্চর্যজনক ঠেকে, কারণ কয়েক সপ্তাহ আগে আজহারউদ্দিন নিজেই নিজেকে জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। নিজের এলাকায় ২০২৩ সালের নির্বাচনের সময় হারের পর তিনি আবারও ময়দানে নামতে প্রস্তুত ছিলেন। এই আসনটি বিধায়ক মাগান্টি গোপীনাথের মৃত্যুর পর থেকে খালি। এমএলসি পদের জন্য মনোনীত হওয়ার পর তেলেঙ্গানা কংগ্রেস ইউনিটের কার্যকরী সভাপতি আজহারউদ্দিন খুশি হন।

আজহারউদ্দিন সেই সময় সোশ্যাল মিডিয়া এক্স-এ লেখেন, "তেলেঙ্গানায় রাজ্যপালের কোটার অধীনে এমএলসি পদের জন্য আমাকে মনোনীত করার মন্ত্রিসভার সিদ্ধান্তে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কে সি বেণুগোপালকে তাদের বিশ্বাস এবং আশীর্বাদের জন্য আন্তরিক ধন্যবাদ।"

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন