 
						
							স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জয়ের জন্য ১৫২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের ৬২ বলে ৮৯ রানের দুরন্ত ইনিংসে ১৫১ রান তোলে স্বাগতিকরা।
আজ শুক্রবার হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ১২ রানে জীবন পাওয়া তানজিদ হাসান তামিম একাই লড়াই করেছেন। শেষ ওভারের প্রথম বলে সাজঘরে ফেরার আগে খেলেছেন ৮৯ রানের একটি দুর্দান্ত ইনিংস। 
তার ব্যাটে চড়েই শেষ পর্যন্ত ২০ ওভারে১৫১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম দু'টিতে হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ।  
						
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com
 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
								
								 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							 
															
							