ঢাকা      শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

নির্বাচনের পথে প্রবেশ না করা পর্যন্ত কোনোকিছুর সমাধান নেই: স্বপন

IMG
01 November 2025, 1:47 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় নির্বাচনের শাশ্বত পথে প্রবেশ না করা পর্যন্ত কোনোকিছুর সমাধান আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। আজ শনিবার (১ নভেম্বর) সকালে রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) সংলাপে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘ঐকমত্য কমিশন অনৈক্যের একটা দলিল জাতির কাছে হাজির করেছে৷ এ ধরনের কাজ বিরোধ সৃষ্টির সুযোগ৷’ তিনি আরও বলেন, ‘যেভাবে ঐকমত্য কমিশন কাজ করেছে, সেভাবে কমিশনের কাজই হবে যতগুলো বিষয়ে ঐকমত্য রয়েছে তা তুলে ধরা। যেটাতে ঐকমত্য নেই, সেটা রেখে দেয়া৷’

সংলাপে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সংস্কার কমিশনে বিএনপি সব সময় ক্ষমতাসীনদের মত আচরণ করেছে। বাকিরা অপজিশনের রোল প্লে করেছে৷’ টেবিলে বসলে আন্তরিক আর গণমাধ্যমে অন্য আলাপ চলে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি যদি সমঝোতার মানসিকতা নিয়ে আসতো, তাহলে ঐক্য হতো৷’

গণঅধিকার পরিষদের সভাপতি নরুল হক নুর বলেন, ‘যাদের কাঁধে চড়ে ড. ইউনূস ক্ষমতায় বসলেন, গত এক বছরে তাদের জন্য কিছু করেননি৷ তরুণ উপদেষ্টেরা দেখাতেই পারবেন না, তারা কিছু করেছেন কি না৷’ সুযোগ পেলেও তরুণরা কিন্তু ভালো উদাহরণ তৈরি করতে পারেননি বলেও মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি।

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই বুঝেছিলাম ঐকমত্য কমিশন অনৈক্যের দিকে যাবে৷ অনৈক্যের মধ্য দিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়নের দিকে যায়, তবে রাজনীতি আগের অরাজক অবস্থাতেই ফিরে যাবে৷’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন