ঢাকা      শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

মাইন বিস্ফোরণে নিহত বিজিবি নায়েককে সামরিক মর্যাদায় দাফন

IMG
01 November 2025, 4:03 PM

ভোলা, বাংলাদেশ গ্লোবাল: দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক আকতার হোসেন মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

আজ শনিবার (১ নভেম্বর) সকালে বিজিবি'র একটি হেলিকপ্টারে আকতার হোসেনের মরদেহ তার নিজ গ্রাম ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুরে নেওয়া হয়। সেখানে তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে যথাযোগ্য সামরিক মর্যাদায় তাকে দাফন করা হয়।

নায়েক আকতার হোসেন গত ১২ অক্টোবর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের রেজুআমতলী এলাকার পেয়ারাবুনিয়া অঞ্চলে দায়িত্ব পালনকালে এই মাইন বিস্ফোরণের শিকার হন। ঘটনার পর তাকে দ্রুত রামু সেনানিবাসের সিএমএইচে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে স্থানান্তরিত করা হয়।

বিজিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে নায়েক আকতার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে নায়েক আকতার হোসেন যে আত্মত্যাগ ও বীরত্ব দেখিয়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজিবি পরিবার তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং শহীদের আত্মার মাগফেরাত কামনা করেছে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন