ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ সজিব নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত এই অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে ১৮টি ককটেল, ২৩টি পেট্রোল বোমা, ১৪০টি গ্লাস কনটেইনার (পেট্রোল বোমা তৈরির জন্য), ২৫০ গ্রাম গান পাউডার, ৬ প্যাকেট স্প্লিন্টার, ৫ কেজি মার্বেল পাথর স্প্লিন্টার , ৩ কেজি ভাঙা পাথর স্প্লিন্টার এবং ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আইন-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com