ঢাকা      মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
শিরোনাম

ভোলার চারটি সংসদীয় আসনে বিএনপি ঘোষিত প্রার্থী হলেন যারা

IMG
04 November 2025, 5:06 PM

ভোলা,, বাংলাদেশ গ্লোবাল : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ভোলার সংসদীয় ৪টি আসনেরও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

গতকাল সোমবার (৩ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ভোলা সদর-১ আসনে মনোনয়ন পেয়েছেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহীম। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ভোলা-৪ আসনে এসেছে নতুন মুখ। আর এ আসনে সম্ভাব্য তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

এদিকে ভোলার ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করায় নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। তালিকা প্রকাশের খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় অফিসে আসতে থাকেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে তাদের দলীয় অফিসগুলো। খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় প্রার্থী ঘোষণার পর রাতভর আনন্দ-উল্লাস করতে থাকেন জেলা সদর ভোলার বিএনপি নেতাকর্মীরা।

তথ্য অনুযায়ী, বিএনপি ঘোষিত প্রার্থী গোলাম নবী আলমগীর বিএনপি দলীয় ভোলা সদর-১ ও ভোলা-২ আসনের তিনবারের এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের আপন ছোট ভাই। একসময় গোলাম নবী আলমগীর ভোলা পৌরসভার নির্বাচিত মেয়র ছিলেন। সততা আর ন্যায়পরায়ণতার স্বীকৃতিস্বরুপ ভোলার মানুষ তাকে সত্য ন্যায়ের মহান বীর হিসেবে খেতাব দিয়েছেন। তার বড় ভাই মোশারেফ হোসেন শাজাহানের মৃত্যুর পর তিনি ভোলা জেলা বিএনপির আহ্বায়ক হয়ে দলের হাল ধরে রাখেন। তার নেতৃত্বে ভোলার বিএনপি এখন সংগঠিত বলে জানান, জেলা বিএনপির শীর্ষ নেতারা।

ভোলা ২ আসনে বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিম মনোনয়ন পাওয়ার পর সেখানকার দলীয় নেতাকর্মীদের মাঝে উল্লাস ছড়িয়ে পড়ে। গতকাল সোমবার রাতে কেন্দ্র হতে প্রার্থীতা ঘোষণার পর এক ভিডিও বার্তায় হাফিজ ইব্রাহিম দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, অতি আবেগের বশীভূত হয়ে কেউ যেন আনন্দ মিছিল, মিটিং কিংবা মিষ্টি বিতরণ না করেন।

ভোলা-৩ আসনেও গতকাল সোমবার রাতভর দলীয় নেতাকর্মীদের আনন্দ উদ্‌যাপন চলে। ওই আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম দলীয় নেতাকর্মীদের আনন্দ উদ্‌যাপন কিংবা অতি উৎসাহী না হতে নির্দেশ দেন।

ভোলা-৪ আসনে এই প্রথমবারের মতো এমপি প্রার্থী হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। দলীয়ভাবে কেন্দ্রীয় মহাসচিব কর্তৃক প্রার্থী হিসেবে নুরুল ইসলাম নয়নের নাম ঘোষণার পর তিনি তাৎক্ষণিকভাবে ছুটে যান ওই আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমের ডিওএইচএসের বাসায়। সেখানে তাকে না পাওয়া গেলেও নাজিমউদ্দিন আলমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে কাজ করার ঘোষণা দেন, প্রার্থী নুরুল ইসলাম নয়ন।

দলীয় প্রার্থী ঘোষণার পর থেকে ভোলার চারটি আসনেই এখন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় মেতে উঠেছেন বলে দলের তৃণমূল পর্যায়ের নেতারা জানিয়েছেন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন