ঢাকা      বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২
শিরোনাম

নন ইস্যুকে ইস্যু করে নির্বাচনকে ব্যাহতের ষড়যন্ত্র হচ্ছে: খন্দকার মোশাররফ

IMG
06 November 2025, 4:05 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনকে পিছিয়ে দেয়া বা ব্যাহত করার চেষ্টা চলছে। নন ইস্যুকে ইস্যু করে নির্বাচনকে ব্যাহতের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেল 'তারেক রহমান; পলিটিক্স অ্যান্ড পলিসি' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারেক রহমান কোন পারিবারিক প্রোডাক্ট না। তিনি এই মাটির সন্তান। বিএনপির থেকে ভুক্তভোগী আর কোন দল নেই। সকল কিছুর বিচার চায় বিএনপি। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে, বিএনপিও সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। পিআর লাগবে বলে কেউ কেউ ষড়যন্ত্র করছে।

এসময় বিএনপি সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বলে জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পরস্পরিক শ্রদ্ধাবোধ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবে এমন পররাষ্ট্রনীতি চায় বিএনপি, এটা তারেক রহমানের চিন্তা। যে সংস্কারের জন্য সবাই উঠে-পড়ে লেগেছে, সেটা বেগম জিয়া ভিশন ২০৩০-এর মাধ্যমে প্রথমে দেন। পরে তারেক রহমান ২৭ দফা রূপরেখা দেন। শেখ হাসিনা পরবর্তী দেশ কেমন হবে তার ওপর ভিত্তি করে শরীকদের সাথে মিলেই ৩১ দফা দেয়া হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন