ঢাকা      শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
শিরোনাম

বগুড়ায় পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

IMG
07 November 2025, 2:57 PM

বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছে জেলা বিএনপি। আজ শুক্রবার সকালে নবাববাড়ি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বাদ জুমা বগুড়া বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়। বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন