ঢাকা      শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
শিরোনাম

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে ঢাকায় নেয়া হয়েছে

IMG
07 November 2025, 6:45 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে হেলিকপ্টারে তাকে চট্টগ্রাম থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

তিনি বলেন, এরশাদ উল্লাহ বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। তার অবস্থা কিছুটা উন্নতি হলে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত নেন।

গত বুধবার সন্ধ্যায় নগরীর বায়েজিদের চালিতাতলি এলাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এরপর তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা নিহত হন। এছাড়া বিএনপির কয়েকজন কর্মী আহত হন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন