শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভূমিদস্যু এম এ মতিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। আজ শনিবার দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, এম এ মতিন একজন ভূমিদস্যু এবং মামলাবাজ। বছরের পর বছর বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় থেকে অন্যায়ভাবে জমি দখলসহ নানা অপকর্মের সাথে যুক্ত তিনি।
অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অসংখ্য মানুষের দখল করা জমি উদ্ধারের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানান তারা।
এর আগে, গত মঙ্গলবার বিকেলে এম এ মতিনের বাংলো বাড়িতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, এয়ার গানের গুলিসহ বেশ কিছু অবৈধ জিনিসপত্র উদ্ধার করে র্যাব। এ সময় ৪ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com