শরীফুল ইসলাম, সাভার: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দেশে দুর্নীতি অব্যাহত আছে। ৫ আগস্টের পর সারাদেশে দখল, চাঁদাবাজি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার যে রাজনৈতিক সংস্কৃতি তার ব্যাপক বিস্তার ঘটেছে। আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়ায় সিসিডিবি হোপ সেন্টারে টিআইবি আয়োজিত 'আন্ত:বিশ্ববিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫'-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, দুর্নীতির কাঠামো পরিবর্তন হয়নি। সে কারণে এখনো দুর্নীতি অব্যাহত রয়েছে। গত ১৬ বছরে যে সব আলোচিত ঘটনা ও দুর্নীতির চিত্র উঠে এসেছে, যেসব মামলা এখন চলছে - সেগুলো শেষ করতে হবে বলেও মনে করেন তিনি।
বিতর্ক প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি ৩২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com