মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: নাটোরের উত্তরা গণভবনের সৌন্দর্যের প্রশংসা করে এটিকে আরো দর্শনীয় ও সংরক্ষণ করার তাগিদ দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে এক সফরে স্বস্ত্রীক নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তবে তিনি রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
নাটোরের কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনের কথা থাকলেও তা বাতিল করে রাজশাহী চলে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে, দু'দিনের রাজশাহী ও নাটোর সফরের অংশ হিসাবে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি পরিদর্শন শেষে বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনে আসেন তিনি। এটিকে ব্যক্তিগত সফর দাবি করেছে স্থানীয় প্রশাসন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com