শাকিল মোল্লা, কুমিল্লা: বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসছে। একটি ইসলামী দল নির্বাচনে অংশগ্রহণ করবে, আরও কয়েকটি দলও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে জামায়াতে ইসলামী নানা আবোলতাবোল কথা বলছে। আসন্ন নির্বাচনে তারা মানুষের মন গলাতে বিভিন্ন কথা বলবে। তাদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির প্রচার ও আসন্ন নির্বাচন উপলক্ষে আজ শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, “১৯৭৫ সালে জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাদের ১৮টি আসনের ব্যবস্থা করে দিয়েছিলেন, এমনকি দু'জনকে মন্ত্রিত্বও দিয়েছিলেন। বিএনপির মায়া ও আল্লাহর ইচ্ছায় তারা দলকে সংগঠিত করেছে।”
তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমান অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দেশে ফিরবেন, আমরা মুরাদনগরের মানুষ তাকে বরণ করে নেব।” মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।
আজ দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে হাজার হাজার নেতা-কর্মী জনসভাস্থলে উপস্থিত হন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com