ঢাকা      শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
শিরোনাম

আওয়ামী লীগ মানেই একনায়কতন্ত্র: হেলালুজ্জামান তালুকদার লালু

IMG
08 November 2025, 9:44 PM

বগুড়া, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আওয়ামী লীগ মানেই ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্র। আমরা শেখ হাসিনার শাসনে ফ্যাসিস্ট রূপ দেখেছি, কিন্তু শেখ মুজিবুর রহমানের আমলেও ফ্যাসিবাদের রূপ আরও ভয়াবহ ছিল; এটা নতুন প্রজন্মের জানা দরকার। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যৌথ উদ্যোগে বগুড়া প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, বিএফইউজে’র নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, প্রবীণ সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, মতিউল ইসলাম সাদি, সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার ও আবুল কালাম আজাদ।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন