মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর: নাটোরের লালপুর উপজেলার বাহাদুরপুর বালু মহালের গহিন চরাঞ্চলে শনিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে দু'টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় ২০ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও রিভলবার, বড় ডেগার ছয়টি, হাসুয়া ২২টি, চাকু চারটি , দুইটি চাপাতি, একটি দা এবং লোহার পাইপ।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত লালপুর উপজেলার গহিন চরাঞ্চলের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী, ইমু হ্যাকার প্রতারক চক্র এবং ওয়ারেন্ট তামিল করার লক্ষ্যে যৌথবাহিনী ব্যাপক অভিযান চালায়। এসময় চারজন হ্যাকার চক্র, ছয়জন ওয়ারেন্টভুক্ত, একজন সাজাপ্রাপ্ত ও একজন হত্যা মামলার আসামি ও দু'জন মাদক ব্যবসায়ীসহ ২০ জনকে আটক করা হয়।
তিনি আরো জানান, লালপুর উপজেলার চরাঞ্চল ও পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com