নওগাঁ, বাংলাদেশ গ্লোবাল: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে শোডাউন করেছে তার অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়।
আজ রোববার দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি নওগাঁ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপারিপট্রি গিয়ে শেষ হয়। নওগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাহিদুল ইসলাম অনুসারী প্রায় ১০ হাজার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন।
সকাল ১০টা থেকেই নওগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছোট ছোট মিছিল নিয়ে তাজের মাড়ে জড়ো হয় জাহিদুল ইসলাম অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। নেতাকর্মীদের হাতে হাতে দেখা যায় বিভিন্ন স্লোগান ও ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জন্য দলের শীর্ষ নেতাদের প্রতি অনুরোধ জানান তৃণমূলের নেতাকর্মীরা।
নওগাঁ সদর উপজেলা বিএনপির সদস্য সারওয়ার কামাল চঞ্চল বলেন, ‘জাহিদুল ইসলাম ধলু ভাই হলেন জনগণের নেতা। তিনি বিগত সময়ে দলের নেতাকর্মীদের সাথে ছিলেন। মামলা-হামলা ও জুলুম-নির্যাতনের সময় আমাদেরকে আগলে রেখেছেন। নওগাঁ-৫ আসনে এখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আমাদের দাবি, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে জাহিদুল ইসলামকে নাম ঘোষণা করা হোক। নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলামের কোনো বিকল্প নেই। এই আসনে তাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।’
নওগাঁ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেওয়ান ফারুক বলেন, ‘জাহিদুল ইসলাম ধলু ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন। কিন্তু সে সময় ষড়যন্ত্র করে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়। এবার জনগণের দাবি ও সমর্থনের কারণে জাহিদুল ইসলামকে আবারও মনোনয়নপ্রত্যাশী হয়েছেন। বিগত আওয়ামী লীগ শাসনামলে আন্দোলন-সংগ্রামে সর্বদা মাঠে ছিলেন জাহিদুল ইসলাম ধলু। তার আন্দোলন-সংগ্রামের সাক্ষী এই জেলার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষেরা। এই আসনে বিএনপির যোগ্য মনোনয়নপ্রত্যাশী জাহিদুল ইসলাম ধলু।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্প্রতি বিএনপি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। ৬৩টি আসনে এখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি। এর মধ্যে নওগাঁ-৫ আসন রয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com