রিপন গোয়ালা অভি, ময়মনসিংহ: ময়মনসিংহ- ৯ (নান্দাইল) সংসদীয় আসনের বিএনপি ঘোষিত সংসদ সদস্য প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী ও অঙ্গ সংগঠন। আজ রোববার সকালে নান্দাইল পৌর শহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে কয়েক কিলোমিটারজুড়ে এ মানববন্ধন করে তারা।
মানববন্ধনে অংশ নেয়া বিএনপি নেতা-কর্মীরা জানান, বর্তমানে মনোনয়ন পাওয়া ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন পরিবর্তন করে যারা দলের দুঃসময়ে সাথে ছিলেন, তাদের মনোনয়ন দিতে হবে। নয়তো উপজেলায় বিএনপির যে ঐক্য আছে, তা নষ্ট হবে। দ্রুত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত না নিলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com