ঢাকা      রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
শিরোনাম

বাংলাদেশে প্রথমবার ‘ক্রিকেট কনফারেন্স’: প্রান্তিক পর্যায়ের উন্নয়নে আলোচনা

IMG
09 November 2025, 4:32 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 'বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’। ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের এ কনফারেন্সে বিসিবি কর্তারা আলোচনায় বসেছেন সারাদেশের ক্রীড়া সংগঠকদের সঙ্গে। প্রান্তিক পর্যায়ের ক্রিকেটে সুপরিকল্পিত অবকাঠামো তৈরি করে ফলপ্রসূ ফল বের করে আনতেই এমন উদ্যোগ।

বিসিবির দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্রিকেট বিকেন্দ্রীকরণের কথা বলে আসছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তীতে স্কুল ক্রিকেট নিয়ে স্বল্প পরিসরে কাজ করলেও দীর্ঘ পরিসরে কার্যকরী ফল আসেনি। তাই এবার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে বিসিবি আয়োজন করেছে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স ২০২৫’।

প্রথমবারের মতো আয়োজিত ক্রিকেটের এ কনফারেন্সে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন জেলার ক্রীড়া সংগঠকরা। আঞ্চলিক ক্রিকেটে গতি ফেরাতে সংগঠকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করবে বিসিবি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন