স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে আগেই। আজ সোমবার দুপুর ১২টায় ঢাকায় এসে জামাল ভূঁইয়াদের সঙ্গে ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল হামজা চৌধুরীর। কিন্তু পূর্ব নির্ধারিত ফ্লাইট মিস করায় বিকেলে এসে পৌঁছান এই তারকা ফুটবলার।
জানা গেছে, সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা। এ কারণে ফ্লাইট মিস করেন লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডার। পরে নিজেই টিকিট কেটে নতুন ফ্লাইট ধরে ঢাকায় আসেন। আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দু'টি ম্যাচই ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে। সেখানে খেলবেন হামজা চৌধুরী।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com