ঢাকা      মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

নির্বাচনে দায়িত্ব পালন করবেন সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য

IMG
11 November 2025, 11:50 AM

শরীফুল ইসলাম, সাভার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য নিরাপত্তায় দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোমবার ঢাকার আশুলিয়ার গকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ও মহিলাদের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

এসময় তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকেই আনসার সদস্যদের প্রস্তুতি শুরু হয়েছে। সংস্কারের মাধ্যমে পুরো বাহিনীকে পুনর্গঠন করে যুবকদের আনা হচ্ছে। আনসার বাহিনীর সকল সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

১০ দিনব্যাপিী এই প্রশিক্ষণে প্রায় ১০০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। আনসারের ঢাকা রেঞ্জের উপ-পরিচালক আশরাফুল আলম, ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ, ঢাকা সহকারী কমান্ড্যান্ট রাশিদুল হাসান জন, সাভার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন