ঢাকা      মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

ধর্মেন্দ্রর ‘মৃত্যুর’ খবর উড়িয়ে দিলেন হেমা মালিনী, এশা দেওল

IMG
11 November 2025, 12:37 PM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল ‘মারা গেছেন’ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এ সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন তার মেয়ে এশা দেওল। মৃত্যুর সংবাদ সত্য নয় উল্লেখ করে তিনি জানিয়েছেন, বাবা সুস্থ হয়ে উঠছেন।

মিডিয়ায় বাবার মৃত্যুর খবরে ক্ষুব্ধ এশা দেওল ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, ‘মিডিয়াগুলো অতিরিক্ত প্রচারণা চালাচ্ছে। মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে। আমার বাবা স্থিতিশীল। সুস্থ হয়ে উঠছেন। আমরা সকলকে আমাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের প্রার্থনার জন্য ধন্যবাদ।’

মৃত্যুর সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মেন্দ্রর সহধর্মিণী হেমা মালিনীও। আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‌‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল গণমাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন, তার সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। অনুগ্রহ করে পরিবার ও তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান।’

মঙ্গলবার সকাল থেকেই ভারতের কিছু গণমাধ্যম যেমন: ইন্ডিয়া টুডে, ইকোনমিকস টাইমস, জি নিউজ ও টেলিগ্রাফের প্রতিবেদনে তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। এমনক চিত্রনাট্যকার জাভেদ আখতারসহ কেউ কেউ তার মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন।

এ সপ্তাহের শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যায় ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে সালমান খান, শাহরুখ খান, তার ছেলে আরিয়ান খান, গোবিন্দ ও আমিশা প্যাটেল হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন। হাসপাতালে ভর্তির পর হেমা মালিনী, সানি দেওল ও পুরো পরিবার সেখানে আছেন।

বলিউডের ‘হি-ম্যান’ হিসেবে পরিচিত ধর্মেন্দ্র ছয় দশকেরও বেশি সময় ধরে একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার সংখ্যা ২৪৭টি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন