ঢাকা      মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

সাভারের বনগাঁও ইউনিয়নে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির পথসভা

IMG
11 November 2025, 3:09 PM

শরীফুল ইসলাম, সাভার: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারে ঢাকা-১৪ আসনের অন্তর্গত বনগাঁও ইউনিয়নে পথসভা করেছে ঢাকা-১৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বনগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থানীয় বিএনপি এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে তিনি পথসভা করেন।

এসময় সানজিদা ইসলাম তুলি বলেন, ঢাকা-১৪ আসনে তিনি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে বনগাঁও ইউনিয়নের সকল সমস্যা সমাধান করবেন ও ইউনিয়নটিকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।

তিনি অভিযোগ করেন, একটি দেশ থেকে বাংলাদেশে নাশকতা করা হচ্ছে। তাই বিএনপি নেতা-কর্মীরা সোচ্চার রয়েছেন যেন কেউ দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। বিএনপি কারও সাথে হিংসা বিদ্বেষের রাজনীতি চায়না বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা-১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এসময় উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন