ঢাকা      বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
শিরোনাম
  • বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই: আমান উল্লাহ আমান
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার সিনেটর ও দুই সংসদ সদস্যের সাক্ষাৎ
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
  • র‍্যাব-২ সিপিএসসি'র বিশেষ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান হতে পরিত্যক্ত অবস্থায় ৬টি পেট্রোল বো'মা ও ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়: ডা. শফিকুর রহমান

IMG
11 November 2025, 5:09 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে কোনো নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জুলাই সনদের বাস্তবায়নের আদেশ জারি এবং সেই আদেশের ওপর জাতীয় গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর পল্টনে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সকাল থেকেই আসেন আট দলের নেতাকর্মীরা। স্লোগান, ব্যানার আর পতাকায় পুরো এলাকা পরিণত হয় বিশাল জনসমুদ্রে।

সমাবেশে যোগ দেওয়া আটটি দল হলো: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

ডা. শফিকুর রহমান বলেন, যারা জুলাই বিপ্লব মানবে না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই। ২৬ সালের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। তিনি বলেন, জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এ আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই।

তিনি বলেন, দেশের মুক্তিকামী মানুষের কথা একটাই- জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। গণভোটের ব্যাপারে সকল দল একমত। তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন?

ঐকমত্য কমিশনের আলোচনার প্রসঙ্গও টানেন তিনি। জামায়াত আমির বলেন, আমরা সব দল একমত হয়ে স্বাক্ষর করেছি, তখন আগে ভোট হওয়াই যুক্তিযুক্ত। এর মধ্য দিয়েই আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। এটা নিয়ে কেউ ধুম্রজাল সৃষ্টির পাঁয়তারা চালাবেন না। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে ফেলবেন না।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন