ঢাকা      মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

IMG
11 November 2025, 5:18 PM

নওগাঁ, বাংলাদেশ গ্লোবাল: আগামী সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধরা। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে পোরশা উপজেলার সরাইগাছী মোড়ে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীর সমর্থিত তিন উপজেলার নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন। তবে প্রায় ১ঘন্টা পর তারা সড়ক ছেড়ে দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এই আসনে বিগত দিনে সব আন্দোলন–সংগ্রামে নেতা-কর্মীদের পাশে ছিলেন ডা. ছালেক চৌধুরী। তাকে মনোনয়ন না দিয়ে দেওয়া হয়েছে বিতর্কিত মোস্তাফিজুর রহমানকে।

বক্তারা আরও বলেন- ডা: ছালেক চৌধুরী এই আসনে ত্যাগী, পরীক্ষিত ও কারা নির্যাতিত নেতা। তার নেতৃত্বেই বিএনপি ঐক্যবদ্ধ। সম্প্রতি এই আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করে। কিন্তু দীর্ঘদিন ধরে জনবান্ধব কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব গুণের কারণে সাপাহার, পোরশা ও নিয়ামতপুরের বিএনপির কাণ্ডারি হিসেবে পরিচিত ডা: ছালেক চৌধুরীকে দল মনোনয়ন না দেয়ায় জনমনে হতাশা সৃষ্টি হয়েছে। এজন্য এই এলাকার দলীয় নেতা–কর্মীরা এই মনোনয়নের পরিবর্তন চান। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানান তারা।

বিএনপি নেতা নুরে আলম সুজা ও মনজুর রহমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোস্তাফিজুর রহমানের সাথেমআওয়ামী লীগ নেতাদের সম্পর্ক ছিলো। সম্প্রতি মনোনয়ন ঘোষণার পর থেকে এই তিন উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির উপর হুমকি ধামকি দিচ্ছে। বর্তমানে বিএনপি ঘোষিত প্রার্থী মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগ পুনর্বাসনের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন