ঢাকা      বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
শিরোনাম

জাতীয় দলে যোগ দিতে কানাডা থেকে দেশে ফিরলেন শমিত সোম

IMG
12 November 2025, 3:06 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : দেশে ফিরেছেন বাংলাদেশ ফুটবলের নতুন সেনসেশন শমিত সোম। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কানাডা থেকে মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে তিনি ঢাকায় পৌঁছান।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই মিডফিল্ডার বিমানে ওঠার আগের আগের দিন সোমবার কাভালরি এফসির হয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে মাঠে নেমেছিলেন। দুর্ভাগ্যবশত, শেষ মুহূর্তের গোলে পরাজিত হয়ে রানার্স আপ হয় তার দল।

বাংলাদেশের জার্সিতে শমিত সোমের অভিষেক হয় গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এরপর নিজের দ্বিতীয় ম্যাচেই হংকংয়ের বিপক্ষে গোল করে নজর কাড়েন এই প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার। আগামীকাল বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন