স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জেলা ও বিভাগীয় ক্রিকেট উন্নয়নের উদ্যোগে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স অনুষ্ঠান আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত রবি ও সোমবার এই আয়োজনে ছিলো ব্যাপক অব্যবস্থাপনা। আমন্ত্রণ দিয়েই সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। সাংবাদিকরাও পরে বর্জন করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সংবাদ সম্মেলন। অবশেষে এই ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন বুলবুল।
গত সোমবার ছিলো বাংলাদেশের প্রথম টেস্ট খেলার ২৫ বছর। সেদিনই সাংবাদিকরা পড়েন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। তাদের বাইরে দাঁড় করিয়ে বিড়ম্বনায় ফেলা হয়। বুধবার ভিডিও বার্তায় সবার কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান বিসিবি সভাপতি। তিনি বলেন, 'গত দশই নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। আমরা বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনের সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করেছিলাম। আমি নিজে আপনাদেরকে সেখানে দাওয়াত দিয়েছিলাম। যদিও অনুষ্ঠান শেষ হতে কিছুটা সময় লেগে গিয়েছিল, যখন বাইরে এসে দেখলাম যে আপনাদেরকে যথাযথ সম্মান জানানো হয়নি, এবং আমন্ত্রণ জানানোর পরেও আমন্ত্রণ রক্ষা করার যে সৌজন্যতা, আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার কাজ ছিল, তাতে আমরা ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।'
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com