শরীফুল ইসলাম, সাভার: আজ বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকার সাভারে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় এ চেকপোস্ট বসায় সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, লকডাউনকে সামনে রেখে মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় আমিনবাজারে চেকপোস্ট বসানো হয়েছে। এসময় মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্র দেখা হয়। এখন পর্যন্ত নাশকতার অভিযোগে সাভারে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ সকাল থেকে গার্মেন্টস শ্রমিকরা নিজ নিজ কর্মস্থনে প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন।
এদিকে, শিল্পাঞ্চল আশুলিয়ায় যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করার লক্ষ্যে জামগড়া আর্মি ক্যাম্প কর্তৃক যৌথবাহিনীর টহল দল তৎপর রয়েছে। বুধবার রাতভর পুলিশ ও বিজিবি সদস্যদের সাথে নিয়ে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল আশুলিয়ার বাইপাইলসহ বিভিন্ন এলাকার নিরাপত্তা নিশ্চিতে কাজ করে।
অপরদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রোধে আশুলিয়ায় উঠান বৈঠক করেছে বিএনপি। আশুলিয়ার গৌরীপুর এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করেন আশুলিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
এছাড়াও আজ বৃহস্পতিবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে নাশকতা রোধে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা উত্তরের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। নিউ মার্কেট থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ শেষে মডেল মসজিদের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com