ঢাকা      বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

​৮-২ গোলে হারের জন্য প্রস্তুত ছিলাম না: বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম বাবু

IMG
13 November 2025, 5:45 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তানের কাছে ৮-২ গোলে হারের জন্য প্রস্তুত ছিলাম না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম বাবু। আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচ শেষে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বাবু আরও বলেন, আমাদের পরিকল্পনা ছিল অন্যরকম, আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। আর পেনাল্টি কর্নারগুলোতে যদি আমরা, যে দুটো পোস্টে লেগেছে, ওই দুটো যদি গোল হতো, তাহলে হয়তোবা ব্যবধানটা আরেকটু কমে আসতো। টেকনিক্যাল কিছু ভুলের কারণে আমরা তিন-চারটা হজম করেছি। আমরা আগামীকালের ম্যাচে এই ভুলগুলো শোধরানোর জন্য চেষ্টা করবো।

বাংলাদেশ হকি দলের অধিনায়ক বলেন,
পাকিস্তানের সাথে আমরা সবসময় আর ফুল প্রেসে খেলতে পারবো না। ওদের সাথে আমাদের শারীরিক সক্ষমতার একটা পার্থক্য আছে। সেজন্য আমাদের কৌশলে কিছুটা পরিবর্তন ছিল। দ্বিতীয়ার্ধে কোচ মনে করেছেন যে, আমরা একটু চড়াও হয়ে খেলতে পারি, তো সেখান থেকেই আমাদের একটু প্রেসিংয়ে যাওয়া।

​তাঁর মতে, ​ভুলটা ছিল আমাদের, যেমন আমরা যখন অ্যাটাকে যাচ্ছিলাম, কাউন্টার কন্ট্রোলটা আমরা করতে পারিনি। সেটা আমাদের ব্যক্তিগত ভুল। যেমন ডিফেন্সের ব্যক্তিগত ভুলের কারণে গোলগুলো হয়েছে। জেনারেলি স্টপিং মিসগুলো হওয়ার কথা না, সেখানে আমরা স্টপিং তিনটা মিস করেছি। ​এটা আমাদের ব্যর্থতা, যেহেতু আমরা স্টপিং মিস করেছি। এখানে আমাদের আরো সতর্ক হওয়া উচিত খেলার সময়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন