ঢাকা      বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

আম্মাদ শাকিল ভাট, পাকিস্তান অধিনায়ক

IMG
13 November 2025, 5:54 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তান কাঠামোগত হকি খেলেছে বলে জানিয়েছেন দলটির অধিনায়ক আম্মাদ শাকিল ভাট। আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের কিছু ভুল আছে, ভবিষ্যতে আমরা সেটা উন্নতি করতে পারি। আমাদের হাতে এখনো সময় আছে। আমাদের লক্ষ্য হলো প্রো হকি লিগ, তাই এই সিরিজটি আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের অধিনায়ক বলেন, বাংলাদেশও খুব ভালো খেলছে। আইকম্যান, তিনি একজন ভালো কোচ। কারণ তিনি অনেক আগে আমাদের দলের সাথে কাজ করেছেন। তাই তিনি আমাদের খেলোয়াড়দেরও চেনেন। যেভাবে বাংলাদেশের খেলোয়াড়রা দু'টি গোল করেছে, এই জয়কে আপনি সহজ বলতে পারেন না। তারা আমাদের বেশ কঠিন সময় দিয়েছে। কিন্তু আমাদের অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড় আছে।

আম্মাদ শাকিল ভাট বলেন, আমার মনে হয় আমাদের ফিটনেস লেভেল খুব ভালো, আগের চেয়ে ভালো। তাই আগামীকালের ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। আশা করি কালও একই গতিতে খেলবো। কারণ আমাদের এই সিরিজ জিততে হবে। এজন্য আমাদের পুরো প্রচেষ্টা করতে হবে। কারণ আমার মনে হয় বাংলাদেশের তরুণ খেলোয়াড় আছে। তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা হয়তো নেই। তাদের আরও বেশি ম্যাচ খেলা দরকার। তাই আমার মনে হয় আগামীকাল একটি নতুন দিন এবং নতুন খেলা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন