ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : বাংলাদেশ ও নেপালের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আজ বৃহস্পতিবার রাত আটটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দু'দল। ম্যাচ শুরু হওয়ার অনেক আগে আজ বিকেল থেকেই স্টেডিয়ামে আসতে শুরু করেছেন দর্শকরা। চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে স্টেডিয়াম এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখা গেছে।
ফিফা প্রীতি ম্যাচ হলেও উভয় দলের জন্যই ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। বাংলাদেশের জন্য এটি আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতির মঞ্চ। আর নেপালের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বিপক্ষে প্রথমবার মাঠে নামার রোমাঞ্চ।
নেপাল দলে এবার আটজন ফুটবলা রয়েছেন, যারা চলতি মৌসুমে বাংলাদেশের ক্লাব ফুটবলে খেলেছেন। দলটির কোচ হরি খাড়কা একসময় বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ব্রাদার্স ইউনিয়নের হয়ে কয়েক মৌসুম খেলেছেন।
বাংলাদেশ সর্বশেষ নেপালকে হারিয়েছিল ঠিক পাঁচ বছর আগে, ২০২০ সালের ১৩ নভেম্বর। গত সেপ্টেম্বরে কাঠমান্ডুতে দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ড্র-তে।
তবে ম্যাচের আগে ফুটবলপ্রেমীদের মধ্যে সবচেয়ে বড় আলোচনা হামজা চৌধুরী ও কানাডা থেকে ফেরা সমিত সোমকে ঘিরে। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ইতোমধ্যে জানিয়েছেন, সমিতের খেলার বিষয়টি শেষ মুহূর্তে ঠিক হবে। আর চোটে থাকা শেখ মরছালিনকেও পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com