সিলেট, বাংলাদেশ গ্লোবাল : সিলেটে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করতে না পারায় হতাশ মাহমুদুল হাসান জয়। টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংসটা দ্বিতীয় দিনের শেষ বিকেলেই খেলেছিলেন জয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা সেঞ্চুরি ছাড়িয়ে যাওয়া ডানহাতি ব্যাটারের সামনে সুযোগ ছিল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়ার।
১৬৯ রানে অপরাজিত থেকে আজ বৃহস্পতিবার তৃতীয় দিনে খেলতে নেমে অবশ্য ১৭১ রানে থামতে হয়েছে তাকে। ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে তাই পুড়তে হচ্ছে জয়কে।
সিলেটে বাংলাদেশ জয়ের দ্বারপ্রান্তে থাকলেও নিজের ডাবল সেঞ্চুরি না পাওয়া নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন ডানহাতি এই ওপেনার। সবশেষ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগের হয়ে সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল হাসান জয়।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com