স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে আছে বাংলাদেশ। ম্যাচের ২৯তম মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। চাপের মধ্যে থাকা নেপাল আচমকাই বল নিয়ে ঢুকে যায় বাংলাদেশের রক্ষণে। কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে বল জালে জড়ান রোহিত চাঁদ।
আজ বৃহস্পতিবার রাত আটটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচকে ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com