ঢাকা      শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
শিরোনাম

নেপালের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে বাংলাদেশ

IMG
13 November 2025, 9:29 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ম্যাচের ২৯ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। চাপের মধ্যে থাকা নেপাল আচমকাই বল নিয়ে ঢুকে যায় বাংলাদেশের রক্ষণে। কাট ব্যাক থেকে বল পেয়ে নিচু শটে বল জালে জড়ান রোহিত চাঁদ। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দুর্দান্ত এক গোল করে ম্যাচে সমতা আনেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। এর ২ মিনিট পরই পাওয়া পেনাল্টি থেকে লাল-সবুজের দলকে এগিয়ে দেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই তারকা। আজ বৃহস্পতিবার রাত আটটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচকে ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন