এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইউটিউবে প্রকাশিত হয়েছে নতুন সিনেমা ‘রঙ্গনা’র বেশ কয়েকটি ভিডিও ফুটেজ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে শাবনূর তার ফেসবুক প্রোফাইলে ‘রঙ্গনা’ সিনেমার ফুটেজ ইউটিউবে প্রকাশ পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। যে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা, সেটি ইউটিউবে প্রকাশিত হওয়ায় তীব্র সমালোচনা করেন তিনি।
ফেসবুক পোস্টে শাবনূর জানান, সিনেমা সংশ্লিষ্টরা এখন তাকে জানিয়েছেন, পুরনো সব দৃশ্য বাদ দিয়ে নতুন করে শুটিং শুরু করার প্রস্তাব। যা একদমই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন শাবনূর। এমন পরিস্থিতি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য হতাশাজনক বলে মনে করেন তিনি। এ ঘটনায় দর্শকরা তীব্র সমালোচনা করায় ও নায়িকার পাশে থাকায় দর্শকদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন শাবনূর।
চিত্রনায়িকা শাবনূরের ফেসবুক পোস্ট:
হলে মুক্তির আগেই ইউটিউবে ‘রঙ্গনা’!
আজকের চলচ্চিত্র জগতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের অভাব দিন দিন বেড়েই চলেছে। দক্ষ পরিচালক ও পেশাদার প্রযোজকের অভাবে মানসম্মত সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। অনেকে শিল্পের মূল্য না বুঝে সহজ পথ বেছে নিচ্ছেন। ফলে নষ্ট হচ্ছে চলচ্চিত্রের মান আর শিল্পীরা হারাচ্ছেন তাদের প্রাপ্য সম্মান।
আপনাদের অনেকেই জানেন, আমি ‘রঙ্গনা’ সিনেমায় অভিনয় করতে সম্মত হয়েছিলাম। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয় এবং সবাই তখন এ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল। মানুষের প্রতিক্রিয়া দেখে আমিও আশাবাদী ছিলাম যে নতুনদের সাথে কাজ করছি নিশ্চয়ই ভালো কিছু হবে।
মহরতের কিছুদিন পর দেশে ফিরে আমি প্রচণ্ড গরমের মধ্যেও কয়েকদিন শুটিং করি। কিন্তু নানা জটিলতার কারণে তখন ছবিটির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। প্রযোজকের সঙ্গে আমার কথাবার্তা ছিল দেশে ফিরে বাকি অংশের শুটিং শেষ করে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।
প্রযোজনা ও পরিচালনার সাথে যুক্ত সংশ্লিষ্টরা শুরু থেকেই অপেশাদারসুলভ আচরণ করেছেন। কাজ শুরুর আগেই তারা একটি নিম্নমানের পোস্টার প্রকাশ করে যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়। শুটিং চলাকালেও ইউনিটে ছিল অগোছালো ভাব ও অব্যবস্থাপনা।
আমাকে শুরুতে বলা হয়েছিল কিছু দৃশ্য ও গান বিদেশে শুট হবে এবং এডিটিংও হবে দেশের বাইরে। কিন্তু বাস্তবে তাদের কথার কোনো প্রতিফলন দেখিনি। তবুও আমি আমার প্রতিশ্রুতি রাখতে চেয়েছিলাম এবং ডিসেম্বরে বাকি শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম।
কিন্তু হঠাৎ দেখি সিনেমার অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে প্রকাশ করা হয়েছে! যে সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা সেটি এখন বিনামূল্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে! আমি বড় পর্দার অভিনেত্রী। আমার কাজ ইউটিউবে বিনামূল্যে দেখানোর জন্য নয়। যদি আমি আগে জানতাম এই প্রজেক্টটি সিনেমা হলের বদলে ইউটিউব কনটেন্ট হিসেবে প্রকাশিত হবে। তবে আমি কখনই এতে অংশ নিতাম না।
আমি কখনোই বলিনি যে ‘রঙ্গনা’ ছবিতে আর কাজ করবো না। তাহলে কেন আমার অনুমতি ছাড়াই ছবির অসম্পূর্ণ ক্লিপগুলো ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হলো? এখন আবার বলা হচ্ছে, পুরনো সব দৃশ্য বাদ দিয়ে নতুন করে শুটিং হবে, যা একদমই গ্রহণযোগ্য নয়।
এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও হতাশ। আমার দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পেশাগত মর্যাদা এতে মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো বাংলা চলচ্চিত্র শিল্পের জন্যও এক দুঃখজনক ও হতাশাব্যঞ্জক ঘটনা।
আমার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনার প্রতি যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তারা সবসময় আমার পাশে থেকেছেন। তাদের ভালোবাসা, সমর্থন ও প্রেরণাই আমার সবচেয়ে বড় শক্তি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com