ঢাকা      শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২
শিরোনাম

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক দল নেতা নিহত

IMG
14 November 2025, 2:58 PM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবাল: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে ইউনিয়নের দুলাইন্নে বাপের এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন মান্নান। এ সময় মোটর সাইকেলে করে আসা দু'জন অজ্ঞাত সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম সাব্বির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন