ঢাকা, বাংলাদেশ গ্লোবাল : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী কবির আহমেদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে শুক্রবার রাজধানীতে মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি মুগদার মানিকনগর মডেল স্কুল মাঠ থেকে শুরু হয়ে বিশ্বরোড হয়ে খিলগাঁও, সবুজবাগ ও মুগদার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খিলগাঁও রেলগেট জোড়পুকুর মাঠে গিয়ে শেষ হয়।
জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য ও ঢাকা-৯ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক মাওলানা ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন কবির আহমেদ। শোভাযাত্রায় খিলগাঁও জোনের সহকারী পরিচালক এস এম মাহমুদ হাসান, সবুজবাগ-মুগদা জোনের সহকারী পরিচালক মনির বিন আনোয়ার, ঢাকা-৯ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, মহানগরীর সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সোহেল রানা মিঠু, মুগদা পশ্চিম থানা আমীর মাওলানা মো. মতিউর রহমান, সবুজবাগ দক্ষিণ থানা আমীর মাওলানা আবদুল বারি, খিলগাঁও উত্তর থানা আমীর মো. নাসির উদ্দিন, খিলগাঁও দক্ষিণ থানা আমীর মাওলানা মো. সাজেদুর রহমান শিবলী, খিলগাঁও পূর্ব থানা আমীর মাওলানা মাহমুদুর রহমান, খিলগাঁও মধ্য থানা আমীর এডভোকটে এম.এ.জে ফারুখ, সবুজবাগ পূর্ব থানা আমীর মো. রওশন জামান, মুগদা উত্তর থানা আমীর এডভোকেট রিয়াজ উদ্দিন, মুগদা দক্ষিণ থানা আমীর ইয়াকুব আলী, মুগদা পূর্ব থানা আমীর মাওলানা মো. ইসহাকসহ ঢাকা-৯ সংসদীয় এলাকার জামায়াতে ইসলামীর সকল সাংগঠনিক থানা সেক্রেটারি অংশ নেন।
শোভাযাত্রা পূর্ববর্তী উদ্বোধনী বক্তব্যে কবির আহমেদ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সৎ, দক্ষ ও নতুন নেতৃত্ব। তিনি বলেন, অতীতে সব দল দেখা শেষ। এবার নতুন বাংলাদেশ গড়তে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত মানবিক সংগঠন জামায়াতে ইসলামীকে দেখতে হবে। জামায়াতে ইসলামী জাতিকে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত এক নতুন বাংলাদেশ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জামায়াত ক্ষমতায় গেলে দেশকে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব মুক্ত করে এক সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com