শরীফুল ইসলাম, সাভার: ঢাকার আশুলিয়ায় একটি মিনি পিকআপ ভ্যান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পিকআপ ভ্যানের মালিকের দাবি, অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটর সাইকেল যোগে এসে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার সরকার মার্কেট মেডলার গার্মেন্টসের সামনে এই ঘটনা ঘটে।
পিকআপ ভ্যানের মালিক মো. আলমাস জানান, তিনি প্রায় ৭ বছর যাবৎ আশুলিয়ার মেডলার গার্মেন্টসের পাশে তার দোকানের সামনে পিকআপ ভ্যানটি রাতে পার্কিং করে রাখেন। শুক্রবার ভোরে খবর পান মোটর সাইকেল যোগে দুই ব্যক্তি এসে পেট্রোল ঢেলে তার পিকআপটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে পুরো পিকআপ ভ্যানটি পুড়ে গেছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com