স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের উদ্যোগে আয়োজিত 'ড. আব্দুল মান্নান প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫'-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক ধূপখোলা মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ড. আব্দুল মান্নান বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে ইতিবাচক ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এই ধরনের ক্রীড়া আয়োজন আরও বিস্তৃত আকারে করা হবে এবং পুরান ঢাকার মাঠ ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে তিনি কাজ করে যাবেন।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য রুহুল আমীন, মাওলানা নেসার উদ্দিন, মীর বাহার আমিরুল ইসলাম, জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও ইস্টার্ন ক্লাবের সভাপতি কাজী মুনসুর আলী। খেলা পরিচালনা করেন জুলাই অভ্যুত্থানের শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান।
টুর্নামেন্টটি আগামী কয়েক দিন ধরে ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হবে এবং আগামী ২৮ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com