ঢাকা      শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে তারেক রহমান

IMG
15 November 2025, 3:34 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রত ‘বিজ্ঞাপন তরঙ্গের চেনা কণ্ঠ আফরোজা নিজামী, নেপথ্য কণ্ঠই যাঁর পেশা’— শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হলে তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে রাজধানীর শ্যামলীতে পিসি কালচার হাউজিং এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে আফরোজা নিজামীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

আফরোজা নিজামীর সঙ্গে সাক্ষাৎকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন দেশের গুণী এই শিল্পীর হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা আফরোজা নিজামীর প্রতি পৌঁছে দেন এবং তার পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় বেতার মাধ্যমে বিজ্ঞাপন তরঙ্গের ধারাবাহিক অনুষ্ঠান ও বেতার নাটকে আফরোজা নিজামীর কণ্ঠ ভেসে আসতো। তার সেই কণ্ঠের জাদুতে কেটেছে একটা প্রজন্মের রেডিও শোনা জীবন। বেতারের মাইক্রোফোনের আড়াল থেকে বলা তার কথাই এখন অনেকের শৈশবের স্মৃতি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন