অলিউর রহমান মিরাজ, নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জে আইডিয়াল স্কুলের আয়োজনে প্রতিষ্ঠানের পরিচালক আল আলিমুল রাজিবের পৃষ্ঠপোষকতায় মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ -এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে নবাবগঞ্জ কারিগরি মহাবিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতেহ।
বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আঃ হাকিম, বিশিষ্ট শিক্ষানুরাগী নুর মোহম্মদ, আইডিয়াল স্কুলের শিক্ষক মাসুদ রানাসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। মেধাবৃত্তি পরীক্ষা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com