ঢাকা      রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

ভারতের বিপক্ষেই জয়ের আশা শমিত সোমের

IMG
15 November 2025, 9:16 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নেপালের বিপক্ষে ম্যাচের পর আজ শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। এ সময় সাংবাদিকদের কাছে ভারতকে হারানোর আশাবাদ ব্যক্ত করেন কাভারলি এফসির বাংলাদেশি মিডফিল্ডার শমিত সোম।

তিনি বলেন, ‘ভারত ভালো দল, আমরাও ভালো। ভালো কম্পিটিশন হবে। তবে আমরা রেডি থাকবো। আর আশা করি, জিততে পারবো। যদি ভালো খেলতে পারি আমরা জিতবো। একটা জয়ের জন্য মুখিয়ে আছি। যে জয়ের চেষ্টা করছি, সে জয়টা আমরা আগামী ম্যাচেই পাবো বলে বিশ্বাস করি।’

শমিত সোম আরও বলেন, ‘ভাগ্যটা আমাদের দিকে যাচ্ছে না। সবশেষ ম্যাচে ওই কর্নার কিক যে নেপাল পেয়েছে, সেটা মনে হয় অফসাইড ছিল। তবে ফুটবল এভাবেই হয়। জানি না, কী কারণে এগুলো হচ্ছে। তবে আশা করি, আমরা ভাগ্যকে সাথে পাবো’।

তিনি বলেন, ‘ভারত ভালো দল। তবে তাদেরও ঘাটতি আছে। তাদের মিডফিল্ড লাইন এবং ডিফেন্স লাইনে গ্যাপ থাকে। ওইটার জন্য স্পেস থাকতে পারে। নেপাল যেভাবে ডিফেন্ড করেছে, ভারত সেভাবে মনে হয় করতে পারবে না। আমরা সুযোগ কাজে লাগাতে পারবো'।

ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের সবশেষ জয় ২২ বছর আগে। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে জয়ের পর ভারতের বিপক্ষে আর জয় পায়নি লাল-সবুজের দল।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন