ঢাকা      সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

বাংলাদেশ দলে খুব ভালো খেলোয়াড় দেখেছি: পাকিস্তান অধিনায়ক

IMG
17 November 2025, 9:48 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তান হকি দল বাংলাদেশে খেলতে এসে খুব উপভোগ করেছে। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে। তিন ম্যাচে বাংলাদেশ ২৬ গোল হজম করেছে। বাংলাদেশ দলে কিছু ভালো খেলোয়াড়ের উপরও চোখ পড়েছে সফরকারী দলের অধিনায়ক আম্মাদ ভাটের।

রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে
ম্যাচ শেষে আম্মাদ ভাট বলেন, ‘সিরিজটি আমাদের জন্য খুব ভালো ছিল। আমরা এখানে প্রো হকি লিগের জন্য প্রস্তুতি নিতে এসেছিলাম এবং একই সাথে এই সিরিজটি আমাদের জন্য বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আলহামদুলিল্লাহ, আমরা সেটা পেরেছি। আমাদের পরবর্তী চ্যালেঞ্জ প্রো লিগ।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম খেলা ৯ ডিসেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে। নেদারল্যান্ডস এক নম্বর দল। আমাদের কোচ যেমন পরিকল্পনা দেন, আমরা সেটা কার্যকর করি এবং আমাদের ভারসাম্য পরীক্ষা করি যে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি।’

বাংলাদেশ দলের মূল্যায়নে আম্মাদ বললেন, ‘সত্যি বলতে, এই দলে কিছু খুব ভালো খেলোয়াড় দেখেছি। তারা খুব দক্ষ, তবে তাদের অনেক উন্নতি করতে হবে। তাদের একজন ভালো কোচ আছেন। তাকে বুঝতে, তার সাথে কাজ করতে এবং তিনি যেভাবে চান, সেভাবে খেলার জন্য তাদের কিছুটা সময় দরকার। মনে করি বাংলাদেশের খেলোয়াড়দের উন্নতির জন্য কিছুটা সময় প্রয়োজন।’

পাকিস্তান হকি দলের অধিনায়ক বলেন, ‘আমরা সবাই এশীয়, একমাত্র পার্থক্য হলো অভিজ্ঞতা। যদি বছরে ৫০টির বেশি ম্যাচ না খেলেন, তাহলে বিশ্বের সেরা দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আমাদের ভালো খেলোয়াড় আছে, অভিজ্ঞতা আছে। আরও একটি প্রধান বিষয় হল, আমাদের ফিটনেস লেভেল খুব ভালো। কারণ আমরা গত বছর থেকে তাহির জামানের সাথে কাজ করছি। গত বছর আমরা খুব ভালো টুর্নামেন্ট খেলেছি।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন