স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ক্রীড়াঙ্গনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খেলোয়াড়রা বহুদিন ধরেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছেন। সেই উজ্জ্বল সফলতার আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে।
উশু ডিসিপ্লিনে বাংলাদেশ আনসারের শিখা আক্তার অনূর্ধ্ব ৫৬ কেজি ওজন শ্রেণীতে আজারবাইজানের প্রতিদ্বন্দ্বী খালিদাকে ২–১ পয়েন্টে হারিয়ে নিশ্চিত করেন ব্রোঞ্জ পদক। তার এই জয় ব্যক্তিগত অর্জনকে ছাপিয়ে বাংলাদেশের নারী উশুর জন্যও এক অনুপ্রেরণার মাইলফলক হয়ে থাকবে।
একই পথে সাফল্যের স্বাক্ষর রাখেন আরেক প্রতিভাবান উশু খেলোয়াড় মোছা. সাকি আক্তার। অনূর্ধ্ব ৬০ কেজি ওজন শ্রেণীতে পাকিস্তানের নিমরাকে ২-০ পয়েন্টে পরাজিত করে তিনিও দেশের জন্য বয়ে আনেন আরেকটি ব্রোঞ্জ পদক। দুই অ্যাথলেটের এই অর্জন আন্তর্জাতিক মঞ্চে লাল-সবুজের পতাকার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা আরও উজ্জ্বল করেছে।
এদিকে, টেবিল টেনিসে এসেছে ইতিহাস গড়া সাফল্য। মিশ্র দ্বৈত ইভেন্টে বাংলাদেশ আনসারের মো. জাবেদ আহমেদ ও বিকেএসপির খৈ খৈ মারমা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অর্জন করেন রৌপ্য পদক, যা বাংলাদেশের টেবিল টেনিস ইতিহাসে এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এই অর্জনে সকল খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সাফল্যের এই ধারাকে অব্যাহত রাখার আহবান জানিয়ে ভবিষ্যতেও বাহিনীর গৌরবময় অবস্থান সুসংহত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com