ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দু'টি এক্সকাভেটর নিয়ে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে যাওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে নগরীর নিউ মার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার দুপুরের দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে মিরপুর সড়কে দু'টি এক্সকাভেটর দেখা যায়।
বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে বিক্ষোভকারীদের লাঠিপেটা করা হয়।
বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় পুলিশের এক সদস্যের মাথায় আঘাত লাগতে দেখা যায়। পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। একাধিক সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে দুপুর পৌনে দুইটার দিকে দুই ভাগে ভাগ হয়ে বিক্ষোভকারীরা আবার জড়ো হওয়ার চেষ্টা করেন। তাদের মিরপুর রোডের ৩২ নম্বর অংশে জড়ো হওয়ার চেষ্টা করতে দেখা যায়। পরে তাদের আবার ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ।
এর আগে, একদল বিক্ষোভকারী ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন। তারা সেখানে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শতাধিক সেনা সদস্য আসেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্যও আসেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের এক কর্মকর্তা দুপুর ১২টার দিকে সাংবাদিকদের বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের দিকে দু'টি এক্সকাভেটর নিয়ে যাওয়া হচ্ছে বলে তারা শুনতে পেয়েছেন।
এ বিষয়ে তখন ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনোমতে কাউকে আইন হাতে তুলে নিতে দেবো না।’
গত ফেব্রুয়ারিতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জুলাই গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ৩২ নম্বরের বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com