শরীফুল ইসলাম, সাভার: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফাঁ'সির দাবিতে ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ঢাকা জেলা ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল অংশ নেন। এদিকে, একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com