ঢাকা      মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

নোয়াখালীতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাজী মফিজ অনুসারীদের বিক্ষোভ

IMG
18 November 2025, 3:34 PM

মওলা সুজন, নোয়াখালী :
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারী নেতা-কর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে সহস্রাধিক মশাল হাতে নিয়ে কয়েক হাজার নেতা-কর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মশাল মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বিএনপি নেতা-কর্মীরা 'পরিবর্তন চাই, পরিবর্তন চাই শ্লোগানে' সেনবাগে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে কাজী মফিজুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিগত দিনে নোয়াখালী-২ আসনে বিএনপি থেকে যিনি মনোনয়ন পেয়েছেন, এমপি হয়েছেন। তিনি সেনবাগে কোনো উন্নয়ন করেননি, দুর্দিনে নেতা-কর্মীদের পাশে দাঁড়াননি। বিপরীতে সেনবাগের জনমানুষের নেতা, গরীব দুঃখী মেহনতী মানুষের কণ্ঠস্বর কাজী মফিজুর রহমান দুর্দিনে নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। উন্নয়ন বঞ্চিত সেনবাগের মানুষ পরিবর্তন চায়। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোরালো দাবি জানাই, সেনবাগের তৃণমূলের বিএনপি নেতা-কর্মীদের প্রাণের দাবি ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে কাজী মফিজুর রহমানকে ধানের শীষের পক্ষে মনোনয়ন দেওয়া হোক।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন বোর্ড নোয়াখালী-২ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুককে মনোনয়ন দেয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন